বুড়িমারী স্থলবন্দর তিন দিন বন্ধ ঘোষণা

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৪, ১৭:০৫| আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৮:১০
অ- অ+

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশনে ভারতের নির্বাচন উপলক্ষে তিন দিন ছুটি ঘোষণা করায় বিড়ম্বনায় পড়েছেন বাংলাদেশ ভারতের পাসপোর্টধারী যাত্রীরা। বুধবার বুড়িমারী শুল্ক স্টেশন, স্থলবন্দর কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন এ তথ্য নিশ্চিত করেছে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ বলেন, বন্দরের ব্যবসায়ীদের ঐক্যমত্যের ভিত্তিতে এই ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২০ এপ্রিল আবার স্বাভাবিক নিয়মে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম বলে তিনি জানান।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এসআই আহসান কবির সরকার পলাশ বলেন, সাধারণত সিঅ্যান্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীরা কার্যক্রম বন্ধ রাখলে স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সহ এ স্থলবন্দর ইমিগ্রেশন পথ দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত বন্ধ থাকবে। তবে এই হঠাৎ সিদ্ধান্তে দুই দেশের পাসপোর্ট ধারীরা ভোগান্তিতে পড়েছেন। অনেকে ফিরে যাচ্ছেন নিজ জেলায়।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্র্যাফিক) মেহেদী হাসান বলেন, আমদানি-রপ্তানি না হলে বন্দর কার্যত কার্যক্রম শূন্য হয়ে পড়বে তবে তিনদিন পর আবারও যথারীতি নিয়মে সব সচল হবে।

(ঢাকা টাইমস/১৭এপ্রিল/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা