খেলার সময় ভেকু মেশিনে আঘাত পেয়ে প্রাণ গেল শিশুর

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ২৩:০৯ | প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৪, ২৩:০৬

মাদরাসা থেকে ফিরে ইটভাটায় খেলছিল শিশুটি। হঠাৎ পা পিছলে পড়ে যায়। এসময় ভেকু মেশিনের (এস্কেভেটর) সঙ্গে সে বাড়ি খেয়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুরে নতুন পাড়া কেবিএম-১ ইটভাটায় রবিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইয়াছিন আরাফাত স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. সেকান্দর হোসেন জানান, শিশুটি মাদরাসা থেকে এসে খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ওসি জানান, ইয়াছিন আরাফাত নামে শিশুটি ইটভাটায় স্তূপ করে রাখা মাটির উপর খেলছিল। দুর্ঘটনাবশত পা পিছলে নিচে পড়ে যায়। এতে নিচে থাকা ভেকু মেশিনের (এক্সেভেটর) সঙ্গে আঘাত লেগে তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :