বিশ্ব ধরিত্রী দিবস আজ
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ব ধরিত্রী দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পৃথিবী বনাম প্লাস্টিক’। অর্থাৎ যেকোনো একটিকে আমাদের বেছে নিতে হবে।
পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে পলিথিন ও প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে মূকাভিনয় ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সর্বপ্রথম ১৯৭০ সালে দিবসটি পালিত হয়। বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপী সমন্বিতভাবে পালিত হয়, যা ১৯৩ টিরও বেশি দেশে প্রতি বছর পালন করা হয়ে থাকে।
(ঢাকাটাইমস/২২এপ্রিল/এফএ)