প্রধানমন্ত্রী আনু মুহাম্মদের অবস্থার খোঁজ নিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২৩:১২ | প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৪, ২০:১০
সাংবাদিকদের ব্রিফ করেন স্বাস্থ্যমন্ত্রী, এ সময় আনু মুহাম্মদও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধ্যাপক আনু মুহাম্মদের অবস্থার খোঁজ নিয়েছেন। তিনি সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

সোমবার দুপুরে অধ্যাপক আনু মুহাম্মদকে নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও সার্জারি ইন্সটিটিউটে একটি বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সকালে প্রধানমন্ত্রী অধ্যাপক আনু মুহাম্মদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। তিনি সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। আমিও তাকে সবকিছু অবহিত করেছি৷ একটা কম্বাইন্ড অপারেশনের জন্য এই ইন্সটিটিউট (শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট) ভালো হবে৷ আমাদের দরকার অর্থোপেডিক, আমি মনে করি সবাই মিলে এই বিষয়ে একসঙ্গে কাজ করলে ভালো হবে৷ আমরা চাই, তিনি সুস্থ হয়ে আবার তার কর্মস্থলে ফিরে যান৷’

সামন্ত লাল সেন আরও বলেন, ‘বাংলাদেশের স্বনামধন্য অধ্যাপক আনু মুহাম্মদ একটি রেল ট্রাফিক দুর্ঘটনায় আহত হয়ে গতকাল ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। আমি গতকাল রাতে ডাক্তারদের পাঠানো ছবি দেখে স্বিদ্ধান্ত নিয়েছিলাম অধ্যাপক আনু মুহাম্মদের যে ইঞ্জুরিটা হয়েছে তার জন্য একটা কম্বাইন্ড অপারেশন দরকার। এইজন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে আনা হয়েছে।’

ব্রিফিংয়ের আগে স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ও প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানাসহ অন্যান্যরাতীব্র তাপদাহে প্রতিকূল পরিস্থিতি প্রসঙ্গে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আজকে আমরা দেশের সকল মেডিকেল কলেজের প্রিন্সিপালদের সঙ্গে কথা বলেছি। এই তীব্র গরমে মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা কীভাবে থাকবে, আমরা একটা বিশদ আলোচনা করে এই ব্যাপারে কিছু স্বিদ্ধান্ত নিয়েছি। বেশিরভাগ ক্লাসগুলো অনলাইনে হবে এবং যেখানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ আছে সেখানে রোগীকে নিয়ে এসে ক্লিনিক্যাল ক্লাসগুলো করার নির্দেশনা দেওয়া হয়েছে৷ আমরা আশা করি, এই প্রাকৃতিক অবস্থা বেশিদিন থাকবে না। এটা ঠিক হয়ে যাবে। তারপর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে৷’

(ঢাকাটাইমস/টিআই/২২এপ্রিল/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

চলতি মাসেও বেশি থাকবে তাপমাত্রা, বৃষ্টিপাত বেড়ে বন্যার শঙ্কা

স্মার্ট বাংলাদেশ গড়তে খ্রিষ্টান সম্প্রদায়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে: ধর্মমন্ত্রী

শুক্রবার রাতেও রাজধানীতে বৃষ্টির আভাস অ্যাকুওয়েদারের

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৪ বছরে বাংলাদেশের অবনতি ৪২ ধাপ

কোথাও বৃষ্টি কোথাও নেই, কেন এমন হয়

শনিবার থেকে ট্রেনভাড়া বাড়ছে, জানুন কোন রুটে কত

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ: উদ্ধার সহায়তায় বিজিবি

নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের 

উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ, স্টেশন মাস্টারসহ বরখাস্ত ৩

এই বিভাগের সব খবর

শিরোনাম :