নীলফামারীতে মাটির নিচে মিলল রাইফেল-মাইন-মর্টার শেল

নীলফামারী প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১২:৪৮ | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৪, ১০:২৮

নীলফামারীর কিশোরগঞ্জে পতিত জমি খননের সময় একটি রাইফেল, দুটি মাইন ও একটি মর্টার শেল পাওয়া গেছে।

সোমবার বিকালে সদরের ক্যানেলের বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকালে ক্যানেলের বাজার এলাকায় ক্যানেলের পাশের এক পতিত জমি খননের সময়ে শ্রমিকরা থ্রি নট থ্রি রাইফেল, দুটি মাইন ও একটি মর্টার শেল দেখতে পান। বিষয়টি জানাজানি হলে সবাই দেখতে ছুটে আসেন। সেসময় পুলিশকে খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩.৩ রাইফেল, দুটি মাইন ও একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৩এপ্রিল/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :