চতুর্থ ধাপে ৫৫ উপজেলার ভোট ৫ জুন

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চার ধাপে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী চতুর্থ এবং শেষ ধাপের ভোটগ্রহণ ৫ জুন অনুষ্ঠিত হবে। এদিন ৫৫ উপজেলায় ভোটগ্রহণ হবে।
মঙ্গলবার নির্বাচনে ভবনে ৩২তম কমিশন সভা শেষ সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
ইসি সচিব জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে।
আর ভোটগ্রহণ হবে ৫ জুন। ৫৫টা উপজেলার মধ্যে দুটোতে ইভিএমে ভোট হবে।
(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এলএম/এসআইএস)

মন্তব্য করুন