বড় ছেলেকে ভোট দিলেন সাবেক মন্ত্রী শাজাহান খান
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি নির্বাচনে জয়লাভ করবে না জেনেই উপজেলা পরিষদের ভোট বর্জন করেছে। তাদের মাঝে কোনো রাজনৈতিক স্থিতিশীলতা নেই বলে মন্তব্য করেন তিনি।
বুধবার সকাল ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বড় ছেলে আসিবুর রহমান খানকে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সাবেক মন্ত্রী শাজাহান খান বলেন, এ দেশে ভোট ও ভাতের লড়াই প্রতিষ্ঠিত করেছেন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার শাসন আমলেই এ দেশে ভোটের রাজনীতির চর্চা করা হয়। আর বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল ভোট বর্জন করে মানুষের অধিকার হরণ করে। তারা শুধু মিথ্যাচার করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কাজেই তারা দল হিসেবে এখন মিথ্যাচারে পরিণত হয়েছে।
এ সময় শাজাহান খান তার বড় ছেলে আসিবুর রহমান খানের রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন। সেই সঙ্গে আসিবুর রহমান খান আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অমান্য করেনি বলেও জানান তিনি।
উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মাদারীপুর সদর ও রাজৈর উপজেলায় ভোটগ্রহণ চলছে। এ দুই উপজেলায় ভোটার প্রায় সাড়ে ৫ লাখ। চেয়ারম্যান পদে দুই উপজেলায় লড়ছেন পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
(ঢাকাটাইমস/০৮মে/প্রতিনিধি/পিএস)
মন্তব্য করুন