চাটখিলে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন 

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২১ মে ২০২৪, ১৬:৫৯ | প্রকাশিত : ২১ মে ২০২৪, ১৫:১৬

নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে বেশিরভাগ কেন্দ্রে জাল ভোট, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে ভোট বর্জন করেছেন এক চেয়ারম্যান প্রার্থী। বেশ কয়েকটি কেন্দ্রের জাল ভোটের ছবি ও ভিডিও গণমাধ্যম কর্মীদের দিয়েছেন অভিযোগকারী আনারস প্রতীকের প্রার্থী আজাদ খান।

মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ব্রিফিং করে ভোট বর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রার্থী আজাদ খান অভিযোগ করে বলেন, সকাল থেকে বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দোয়াত কলম প্রতীকে সিল মারা অবস্থায় একটি পুরো বই ব্যালট পেপার দেখতে পেয়ে রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে সাংবাদিকরা।

একই দৃশ্য দেখা যায় সপ্তগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্র, পাল্লা মাহবুব উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এছাড়া উপজেলার বেশির ভাগ কেন্দ্রে এভাবে দোয়াত কলমের প্রার্থীর পক্ষে জাল ভোটের উৎসব চলছে। এমতাবস্থায় তিনি প্রহসনের ভোট আখ্যা দিয়ে তা বর্জন করে পুনরায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

(ঢাকা টাইমস/

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :