উপজেলা নির্বাচন বর্জনের দাবিতে বাঞ্ছারামপুরে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৪ মে ২০২৪, ১৯:১৬

উপজেলা নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি।

শুক্রবার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির টিম লিডার ও কৃষক দলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশের নেতৃত্বে লিফলেট বিতরণকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

মেহেদী হাসান পলাশ বলেন, ‘ডামি সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করছি।’

তিনি স্থানীয় জনগণকে উপজেলা নির্বাচন বর্জন করে বিএনপির আন্দোলনে সংহতি প্রকাশ করার আহ্বান জানান।

(ঢাকাটাইমস/২৪মে/জেবি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :