খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ মে ২০২৪, ১৭:৩৭

উত্তরার আসকোনা থেকে পুলিশের পোশাক, জ্যাকেট, ওয়াকি টকি, খেলনা পিস্তল অন্যান্য সরঞ্জামসহ এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে ্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম মাহমুদুল হাসান মুন্না ওরফে মনসুর (৪৫) তিনি পুলিশ পরিচয়ে কয়েকজন সহযোগী নিয়ে ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করতেন।

রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ্যাব- এর সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান।

্যাব জানায়, গ্রেপ্তারকৃত মুন্না তার বেশ কয়েকজন সহযোগীসহ পুলিশের পোশাক পরে ছিনতাই ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। তার নামে সংক্রান্ত মামলা রয়েছে। এর ধারাবাহিকতায় রবিবার দুপুরে উত্তরার দক্ষিণখান থানাধীন নন্দাপাড়া দক্ষিণপাড়া এলাকায় তার অবস্থান নিশ্চিত হয় ্যাব। ্যাবের উপস্থিতি টের পেয়ে মুন্না বাসা থেকে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে ্যাব- এর একটি দল।

অভিযানের সময় মুন্নার নিকট থেকে দুটি ওয়াকিটকি সেট, একটি খেলনা পিস্তল, দুটি পুলিশ স্টিক, ১৬টি বিভিন্ন ব্রান্ডের স্মার্ট বাটন মোবাইল ফোন, একটি কালো হাতলের ছুরি, একটি কালো রংয়ের রাবার হাতুড়ি, একটি মোটারসাইকেল, একটি হ্যান্ডকাফ কভার, দুই সেট পুলিশের পোষাক, দুটি কালো হাতা কাটা জ্যাকেট, একটি নীল রংয়ের পুলিশ ক্যাপ, তিনটি পিস্তল কভার, একটি পুলিশ বেল্ট, দুটি চামড়ার মানিব্যাগ, একটি পুলিশ মনোগ্রামযুক্ত হেলমেট, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি পেনড্রাইভ এবং একটি স্মার্ট ওয়াচ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ্যাব জানায়, মুন্না পুলিশ সদস্য না হয়েও পুলিশের পোশাক পরিধান করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রীয়াধীন।

(ঢাকাটাইমস/২৬মে/এলএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

‘উগ্র’ পাপিয়া কুমিল্লা কারাগারে ‘নরম’, মন দিয়েছেন ধর্মে-কর্মে

সহকর্মী হত্যায় পুলিশ সদস্য কাওছার রিমান্ড শেষে কারাগারে

ছাই-রঙ দিয়ে গবাদিপশু মোটাতাজাকরণ ওষুধ বানাতেন পিতা-পুত্র

পশুবাহী গাড়িতে চাঁদাবাজি: দুই এসআইসহ পাঁচ পুলিশ সদস্য বরখাস্ত

এমপি আনার হত্যা মামলার তদন্তে কোনো চাপ নেই: ডিএমপি কমিশনার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০, মামলা ১৫

ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত বিজ্ঞাপনে প্রতারকদের ফাঁদ

আনার হত্যা: দায় স্বীকার করে গ্যাস বাবুর জবানবন্দি

সড়কে পশুবাহী ট্রাক থামাচ্ছে র‌্যাব, যা বললেন বাহিনীর মুখপাত্র

ট্রেনের টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, গ্রেপ্তার ১০

এই বিভাগের সব খবর

শিরোনাম :