জরায়ুর অস্ত্রোপচারের মাঝেই গোপন রোগের গুঞ্জন রাখির

ভালো নেই বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। অর্ধ মাস ধরে হাসপাতালে ভর্তি তিনি। সম্প্রতি করিয়েছেন জরায়ুতে টিউমারের অস্ত্রোপচার। তারই মাঝে গুঞ্জন, অভিনেত্রী গোপন রোগে আক্রান্ত। জরায়ুতে অস্ত্রোপচারের সময় নাকি তার এইচআইভি তথা এইডস ধরা পড়েছে।
সত্যি কি তাই? যদিও এ ব্যাপারে রাখির চিকিৎসকরা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। আবার রাখিও কিছু জানাননি গণমাধ্যমকে। জীবনের কোনো ঘটনাই চেপে রাখেন না বলিউডের এই বিতর্কের রানি। তাই ধারণা করা হচ্ছে, যে গুঞ্জন ছড়িয়েছে, তা একেবারেই মনগড়া।
এদিকে, জরায়ুতে অস্ত্রোপচারের পর সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে রাখির। যেখানে দেখা যায়, হাসপাতালের বিছানা থেকে নামিয়ে রাখিকে হাঁটানোর চেষ্টা করছেন হাসপাতালের নার্সরা। কিন্তু হাঁটতে খুবই কষ্ট হচ্ছে অভিনেত্রীর। চোখে-মুখে ফুটে উঠছে সেই কষ্টের ছাপ।
কয়েকদিন আগে সংবাদমাধ্যমে রাখির প্রাক্তন স্বামী রীতেশ জানান, ‘বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাখি। সে সময় অনেকে মনে করেছিলেন, রাখি হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে পরে চিকিৎসকরা জানান, রাখির জরায়ুতে টিউমার হয়েছে।
(ঢাকাটাইমস/৩০মে/এজে)

মন্তব্য করুন