গাজীপুরে দস্যুতার অভিযোগে তিনজন গ্রেপ্তার

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৪, ১৭:৫৬
অ- অ+

গাজীপুরের গাছা এলাকায় দস্যুতার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, টঙ্গীর এরশাদনগর এলাকার তিন নাম্বার ব্লকের আবুল কালামের ছেলে রহিম মিয়া ওরফে ভাত খাওয়া রহিম (২৮), শেরপুর জেলার নালিতাবাড়ী থানার নিশ্চিন্তপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে টুটুল মিয়া (২১) বগুড়া জেলার কৈপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাজু মিয়া (২৫)

গ্রেপ্তার রহিম মিয়ার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় পাঁচটি, টুটুলের বিরুদ্ধে দুইটি সাজুর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত মঙ্গলবার দিবাগত রাত পৌঁনে ৩টার দিকে গ্রেপ্তার আসামিরা তাঁরগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি মাইক্রোবাসে ডাকাতি করে। পরে পুলিশ ওই ঘটনায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিরা চিহ্নিত ডাকাত দলের সদস্য। তারা প্রতিনিয়ত মাদক কারবার ছিনতাইয়ের সঙ্গেও জড়িত। তাদের কাছে থাকা একটি চাপাতি, একটি সামুরাই, একটি তলোয়ার, একটি ল্যাপটপ, দুইটি আইফোন, ভ্যানিটি ব্যাগ নগদ এক হাজার ২০০ টাকা জব্দ করা হয়। ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা শেষে আদালতে পাঠানো হবে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (অপরাধ-দক্ষিণ) মো. হাফিজুর রহমান, সহকারী উপকমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জিয়াউর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জবিতে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ক্লাস শুরু ২২ জুন
খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্র সংঘর্ষ, নিহত ৩
বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্দশার হালচাল
বিয়ের ৮ দিনের মাথায় স্ত্রীর হাতে স্বামী খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা