সাভারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সাভারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন নিউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাইম (৩০) ও জুবায়ের (৩২)। তাদের বাড়ি রাজবাড়ী। সাভার ব্যাংক কলোনি এলাকায় থেকে তারা কাপড়ের ব্যবসা করতেন বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান জানান, রাত পৌনে ১১টার দিকে নাইম ও জুবায়ের সাভার বাজার বাসস্ট্যান্ড দিয়ে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় জুবায়েরকে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারও মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে।
(ঢাকাটাইমস/৩১মে/এফএ)

মন্তব্য করুন