জামালপুরে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২৪, ১৮:৫৪
অ- অ+

জামালপুরের মেলান্দহে ৪০ কেজি গাঁজাসহ মো. বেলাল শেখ (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করছে ডিবি পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১টার সময় উপজেলার দুরমুঠ ইউনিয়নের সুলতান খালির (মাইচ্ছা পাড়া) নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ডিবির (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন।

গ্রেপ্তার বেলাল শেখ উপজেলার দুরমুঠ ইউনিয়নের সুলতান খালি (মাইচ্ছা পাড়া) এলাকার মৃত করিম শেখের ছেলে। তিনি দুরমুঠ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বসতঘর থেকে দুইটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ইউপি সদস্য বেলাল শেখ বেশ কিছুদিন ধরে মাদক কারবার পরিচালনা করছিল বলে জানিয়েছে পুলিশ।

জামালপুর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন বলেন, এ ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩১মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা