এমপি আনার হত্যা: আ.লীগ নেতা মিন্টু ৮ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৪, ১৬:২৩
অ- অ+

এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে তাকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য মিন্টুর ১০ দিনের রিমান্ডের আবেদন করেন ডিবি পুলিশের সিনিয়ার সহকারী কমিশনার মাহফুজুর রহমান। পরে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে ঝিনাইদহ- আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাইদুল করিম মিন্টুকে। মিন্টু ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র।

গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি থেকে মিন্টুকে আটক করে ডিবির একটি দল। তাকে আনার হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল। এমপি হত্যায় জড়িতদের সঙ্গে মিন্টুর সংশ্লিষ্টতা পাওয়া যায়। কিলার শাহীন এমপি আনারকে হত্যার পর সেই ছবি মিন্টুকে দিয়েছিলেন।

১২ মে চিকিৎসার জন্য ভারত যান এমপি আনার। এর পরের দিন তিনি নিখোঁজ হন। নয়দিন পর গণমাধ্যমে খবর আসে আনারকে হত্যার পর মরদেহ খণ্ডবিখণ্ড করে গুম করা হয়েছে। কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাটে নিয়ে আনারকে কৌশলে হত্যা করা হয়। আনার খুনের ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভারতে একজন এবং নেপালে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩জুন/কেএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবারের কুমিল্লা বোর্ডের  এইচএসসি পরীক্ষা স্থগিত
সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ বাড়ি জব্দ
মোবাইল বাজ বিডিতে নিয়মিত ভীড়, শুক্রবার ও মঙ্গলবারে প্রযুক্তিপণ্যে বাড়তি আগ্রহ!
বৃহস্পতিবার সারাদেশে আলিম ও কারিগরির এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা