নদীতে গোসলে নেমে স্ত্রীর চোখের সামনে ডুবে গেলেন স্বামী

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২৪, ১৩:১৬| আপডেট : ২০ জুন ২০২৪, ১৫:৩৮
অ- অ+

চাঁদপুরে মেঘনা নদীতে স্বামী-স্ত্রী একসঙ্গে গোসলে নেমে চোখের সামনে তীব্র স্রোতের মধ্যে পানিতে ডুবে গেলেন স্বামী অটোরিকশা চালক জহিরুল ইসলাম (৩৫)। বর্তমানে তিনি নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে চাঁদপুর শহরের মাদ্রাসা রোড লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনার কিছুক্ষণ পরই বিআইডব্লিউটিএর লোকজন ও নৌ ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরিদল নিখোঁজ জহিরুলের সন্ধানে অভিযান শুরু করে।

স্থানীয়রা জানান, নিখোঁজ জহিরের বাড়ি বরিশাল জেলায়। তার বাবার নাম মৃত মনসুর বেপারী। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে লঞ্চঘাটের পাশে টিলাবাড়ী মেঘনাপাড়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি কখনো ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন আবার কখনো লঞ্চঘাটে হকারি করতেন।

নিখোঁজ জহিরের ভাই নজরুল ইসলাম জানান, আমার ভাই সাঁতার জানতেন। এ জন্য প্রতিদিন এখানেই গোসল করেন। আজ তার স্ত্রী মনিরা বেগমসহ গোসল করতে নেমে আর উঠেনি। আমরা ধারণা করছি নদীর তীব্র স্রোতে সে ডুবে গেছে।

চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ মোসলেম মিয়জী বলেন, আমরা সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে ডুবুরি দল নিয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি। কিন্তু নদীর তীব্র স্রোতে তার সন্ধান করা কষ্ট হচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত জহিরের সন্ধান করেও পাওয়া যায়নি।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনা জানতে পেরে নিখোঁজ ব্যক্তির সন্ধানে নৌ পুলিশও কাজ করছে।

এদিকে এ ঘটনার পর সেখানে বসবাসরত শত শত নারী-পুরুষ, শিশু ভিড় করে। নদী পাড়ে মা, ভাই, স্ত্রী ও সন্তানরা জহিরকে হারিয়ে আহাজারি শুরু করে।

স্থানীয়রা অভিযোগ করেন, মেঘনার এই তীব্র স্রোতের মধ্যে গোসলে নামাই ঠিক হয়নি।

(ঢাকা টাইমস/২০জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা