বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে দেড় কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ২২ জুন ২০২৪, ১৩:৩৪| আপডেট : ২২ জুন ২০২৪, ১৫:০০
অ- অ+
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ করে কর্মস্থলে ফিরছে মানুষ। ফলে কর্মস্থলে ফেরা যাত্রীবহনের গাড়ির চাপ পড়েছে বঙ্গবন্ধু সেতু পশ্চিমের ঢাকামুখী টোল প্লাজায়। এর সঙ্গে যুক্ত হয়েছে বৃষ্টি। এতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ঢাকাগামী লেনে দেড় কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২২ জুন) সকাল থেকেই এই যানজটের শুরু হয়, যা সেতুর পশ্চিম থেকে শুরু হয়ে ইকোনমিক জোনের গেট পর্যন্ত এসেছে। সকাল সাড়ে ১১টার দিকেও এই যানজট অব্যাহত ছিল।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী ঢাকা টাইমসকে বলেন, ঢাকামুখী গাড়ির চাপ পড়েছে সেতু পশ্চিম টোল প্লাজায়। স্বাভাবিকভাবেই টোল গ্রহণের জন্য একটু সময় লাগে। ফলে সেখানে এসে গাড়িগুলো দাঁড় করাতে হয়। এছাড়া বৃষ্টির কারণে সেতুর ওপরে একাধিক গাড়ি নষ্ট হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, সকাল থেকেই সেতুর পশ্চিম থেকে ইকোনমিক জোনের গেট পর্যন্ত অন্তত দেড় কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। সেতুতে নষ্ট হওয়া সকল গাড়ি অপসারণ করা হয়েছে। তবে গাড়ির চাপ থাকায় যানজট আজ রাত পর্যন্ত থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

(ঢাকাটাইমস/২২জুন/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুদিনের কর্মসূচি শুরু আজ: দাবি আদায়ে সরকারকে চাপ প্রয়োগসহ বিশ্বে তিস্তার দুঃখ তুলে ধরা হবে
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বাণিজ্য বাধা কমিয়ে আনতে সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধিতে জোর পররাষ্ট্র উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা