সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের সময় স্বর্ণের বারসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৪, ১৭:২১
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের সময় ৭টি স্বর্ণের বার ও নগদ টাকাসহ হামিদুল হক (৬১) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২১ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে সোনামসজিদ ইমিগ্রেশন সেন্টার থেকে ভারতে ঢোকার সময় জিরো পয়েন্টে বিজিবি সদস্যরা হামিদুল হককে আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে ৭টি স্বর্ণের বার ও দুই দেশের বিপুল পরিমাণ নগদ টাকা জব্দ করা।

শনিবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

আটক হামিদুল হক রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার রাণীনগর গ্রামের মৃত বেলাল উদ্দীনের ছেলে।

রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি)অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোনামসজিদ ইমিগ্রেশন সেন্টার থেকে ভারতে প্রবেশ পর্যন্ত বিজিবির টহল বাড়ানো হয়। বিকাল সাড়ে ৫টার দিকে বাংলাদেশি পাসপোর্টধারী ভারতগামী এক ব্যক্তিকে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে তল্লাশি শুরু করে। এ সময় ওই ব্যক্তির আন্ডারওয়্যারের বেল্টের ভেতরে অভিনব কায়দায় বহনকৃত ৭টি স্বর্ণের পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৭৪ লাখ ১১ হাজার টাকা। সেই সঙ্গে তার কাছ থেকে ভারতীয় ৫ হাজার ৮শ রুপি ও বাংলাদেশি ১৮ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২২জুন/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত-শিবিবের হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতার পাশে তারেক রহমান
গোপালগঞ্জের সংঘর্ষে নিহত বেড়ে ৪
গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক ঢামেকে ভর্তি, অবস্থা আশঙ্কাজনক
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা