নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ফের বিস্ফোরণের শব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৪, ২০:০৩| আপডেট : ২৫ জুন ২০২৪, ২১:০১
অ- অ+

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এটি ককটেল বিস্ফোরণ কি না সেটি নিশ্চিত নয়।

মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ঢাকা টাইমসের প্রতিবেদক জানান, রাত পৌনে আটটার দিকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যেটির সঙ্গে ককটেল বিস্ফোরণের শব্দের মিল আছে।

এর আগে বিকাল পাঁচটার দিকে কার্যালয়ের সামনে চারটি ককটেল বোমার বিস্ফোরণ হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

সেসময় বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং।

তিনি বলেন, কয়েকটি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত এসে বিএনপির কার্যালয়ের অপরপাশের সড়ক থেকে কার্যালয় লক্ষ করে পরপর তিনটি ককটেল ছুড়ে মারে। ককটেলগুলো কার্যালয়ের লাইব্রেরির সামনে বিস্ফোরিত হয়। এতে তিনজন পথচারী আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে এই ঘটনার পর বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা বলেন, কে বা কারা ককটেল বিস্ফোরণ করেছে আমরা নিশ্চিত না। তবে আমরা বিকট শব্দ পেয়েই ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৫জুন/জেবি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় শিক্ষককে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে ৩ দফা দাবিতে রেল অবরোধ
রাঙামাটিতে ট্রাক্টর উল্টে প্রাণ গেল ৩ শ্রমিকের
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা