হবিগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ২৭ জুন ২০২৪, ১১:১৬| আপডেট : ২৭ জুন ২০২৪, ১২:২৩
অ- অ+

হবিগঞ্জে মাকে হত্যার দায়ে ফজল মিয়া নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়।

বুধবার হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. ইয়াছির আরাফাত এই আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফজল মিয়া নবীগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামের মৃত আশ্রব আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের অক্টোবর মাসের ১০ তারিখ ফজল মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় নিজের মাকে হত্যার অভিযোগে মামলা করা হয়। মামলাটি দায়ের করেন বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের মৃত রোশন উল্লার ছেলে আব্দুর রশিদ। অবশেষে সকল সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বুধবার ফজল মিয়ার মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

হবিগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আদেশ দিয়েছেন আদালত।

(ঢাকা টাইমস/২৭জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা