রাজধানীতে শ্রমজীবীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৪, ২১:০৮| আপডেট : ২৮ জুন ২০২৪, ২১:১৩
অ- অ+

ঘুষ, দুর্নীতি, লুটপাট বন্ধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে ‘সাধারণ শ্রমজীবী মানুষের’ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আরামবাগ থেকে শুরু হয়ে দৈনিক বাংলা বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

এ সময় তারা বলেন, গরিব মারার অবৈধ বাজেট মানি না মানব না, দুর্নীতিবাজদের বিচার কর, করতে হবে, ডামি সরকারের সিন্ডিকেট ভেঙ্গে দাও ঘুড়িয়ে দাও, দ্রব্যমুল্যের দাম কমাতে হবে কমাতে হবে বলে শ্লোগান দেয়।

বিক্ষোভ মিছিল শেষে সাধারণ শ্রমিকরা বলেন, সরকারের সিন্ডিকেট আর দুর্নীতির কারণে নিত্যপন্যের দাম এখন আকাশ ছোঁয়া। আমরা গরীব সাধারণ খেটে খাওয়া মানুষ এখন দিশেহারা। মানুষ বাঁচাতে দ্রব্য মুল্যের দাম কমাতে হবে। দেশ থেকে লুটপাট আর দুর্নীতি দুর করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।

এদিকে মিছিল শেষে ৬ জন রিকশা শ্রমিককে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৮জুন/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিজিটাল ব্যাংকিং সেবায় পুরস্কার পেল ইসলামী ব্যাংক
প্রধান বিচারপতির বাসভবনসহ ৯ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা ডিএমপির
বাংলাদেশ-মিয়ানমার করিডোর: অর্থনৈতিক সম্ভাবনা ও ভূ-রাজনৈতিক বাস্তবতা
সোনালী ব্যাংকে প্রধান কার্যালয়ে ৫টি নতুন বিভাগ চালু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা