দেশ বাঁচাতে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: আলাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২৪, ২০:৪৪
অ- অ+

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুবদলের সাবেক সভাপতি এড সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বাংলাদেশকে বাঁচাতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

তিনি বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের পতনের জন্য অপেক্ষা করছে। তারপরেও আওয়ামী লীগ সরকার। বেহায়ার মতো জাতির ঘাড়ে চেপে বসেছে।

শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে নিয়ে আইনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, দেশকে বাঁচাতে হলে বেগম খালেদা জিয়া অপরিহার্য। তাকে মুক্ত করতে পারলে স্থিতিশীলতা ফিরবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারবেন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি।

সাবেক এই সংসদ সদস্য বলেন, আওয়ামী বেয়াদব লীগের একটা আইনমন্ত্রী আছে। সে এখন ডাক্তারি করা শুরু করেছে। সে বলে বেগম খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হচ্ছে সেই জন্য সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আইনমন্ত্রী সবচেয়ে বেআইনি কথা বলে।

তিনি বলেন, আমরা ছোটবেলায় ঠাকুরমার ঝুলির গল্প পড়েছি। সেই ঝুলি থেকে দৈত্য,পরী বের হয়। আমাদের দেশেও একটা ঠাকুরমা আছে, সেই ঠাকুরমার ঝুলি থেকে পাপিয়া বের হয়, বেনজির বের হয়, সম্রাট,মতিউর বের হয়। এই অসভ্য বেয়াদব আওয়ামী লীগের হাত থেকে দেশকে বাঁচাতে হলে যার অপরিহার্য তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকাটাইমস/২৯জুন/জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথা কোথাও ঝরবে ভারী বৃষ্টি
সিগারেটের প্যাকেটের দাম সর্বনিম্ন ৯০ টাকা করার দাবি ডর্‌প যুব ফোরামের
ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে নগরভবনে তালা
জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা