বিএনএমের চেয়ারম্যান শাহ্ জাফর, মহাসচিব আব্দুর রহমান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৪, ১১:২০| আপডেট : ৩০ জুন ২০২৪, ১২:২৭
অ- অ+

দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে আলোচনায় আসা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নতুন মহাসচিব হয়েছেন অধ্যাপক ড. আবদুর রহমান।

১৩ জুন ব্যক্তিগত কারণে ড. মো. শাহজাহান মহাসচিবের পদ থেকে পদত্যাগ করলে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ড. আবদুর রহমানকে এই দায়িত্ব দেওয়া হয়।

এছাড়া বিএনএমের সংক্ষিপ্ত কাউন্সিলের রেজুলেশন অনুযায়ী শাহ মোহাম্মদ আবু জাফর ভারপ্রাপ্ত থেকে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হয়েছেন।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনএমের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

আব্দুর রহমান দলটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন। এছাড়া দলের বর্তমান স্থায়ী কমিটির সদস্যও তিনি। শাহ মোহাম্মদ আবু জাফর ও আব্দুর রহমান দুজনই সাবেক সংসদ সদস্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিএনএম। সারা দেশে দলের অঙ্গসংগঠনের মধ্যে দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সংগঠিত করতে চায় দলটি।

দ্বাদশ সংসদ নির্বাচনে নোঙর প্রতীকে ৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বর্তমান চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফরসহ বিএনএমের কোনো প্রার্থীই বিজয়ী হতে পারেননি।

সংবাদ সম্মেলনে শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, “দীর্ঘদিন ধরে বিএনএমের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন ড. মো. শাহজাহান। এখন ব্যক্তিগত কারণে তিনি দলকে সময় দিতে পারছেন না। গত ১৩ জুন দলের মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন। গণতান্ত্রিকভাবে এখন থেকে সাবেক সংসদ সদস্য ড. আবদুর রহমান মহাসচিবের দায়িত্ব পালন করবেন।”

তিনি বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা নতুন দল হিসেবে প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারিনি। তবে আমরা চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় এখন দলকে সুসংগঠিত করতে জোর দিয়েছি। বিএনএমের বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে আমরা যেতে চাই। তথ্যপ্রযুক্তি ও অ্যাপস ব্যবহার করে আমরা এই দলকে সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছি।”

তিনি বলেন, “আগামীতে জলবায়ুসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সম্মেলন করব। ভিশন-২০৩৫কে লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করেছি। আমাদের প্রত্যাশা, এই সময়ে দলকে সুসংগঠিত করে এ দেশে রাষ্ট্রীয় ক্ষমতার কাছাকাছি যেতে পারব।”

বিএনএমের নতুন এই চেয়ারম্যান বলেন, “বিরোধী দলহীন সরকার দেশ ও জাতির কল্যাণ করতে পারে না। যার কারণে আমরা মনে করছি, নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বের হয়ে এসে একটি দল গঠন করব। যে দলে কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষ সবাই আসবে এবং সম্মিলিতভাবে আমরা এ দেশের জনগণের দাবি ও অধিকার নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব।

এসময় দলের নতুন মহাসচিব ড. আবদুর রহমান দায়িত্ব গ্রহণ করে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, “শিগগিরই জাতীয়তাবাদী আইনজীবী আন্দোলনের ব্যানারে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ৫ বছরের জন্য আমরা একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার উদ্যোগ নিয়েছি। চলতি বছরের মধ্যে আমাদের অঙ্গ সংগঠনের কমিটিগুলো করা হবে। মূল দলের মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হবে। আগামী বছর আমাদের পরিকল্পনা রয়েছে প্রতিটি জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনএমের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট এবিএম ওয়ালিউল রহমান খান, অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার (রাজা), কর্নেল (অব.) আব্দুল লতিফ, ড. সেলিম মাহমুদ চৌধুরী, এইচএম গোলাম রেজা, অ্যাডভোকেট হোসনে আরা চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, আজিজুন নাহার, ফাতেমা আক্তার, যুগ্ম মহাসচিব জাকির হোসেন লিটু, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ নুর মোহাম্মদ আব্দুল মুকিত (টংকু), যুববিষয়ক সহ-সম্পাদক কাজী রুবেল প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০জুন/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এলো পোস্টার, কবে শুরু ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন?
আগামী পাঁচ দিন ঝরবে বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণ
সিগারেটের প্যাকেটের দাম সর্বনিম্ন ৯০ টাকা করার দাবি ডর্‌প যুব ফোরামের
ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে নগরভবনে তালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা