নয়াপল্টনে বিএনপি নেতা নাদিম মোস্তফার প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাদিম মোস্তফার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ আছর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজা হয়।
নাদিম মোস্তফার জানাজায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী, আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা সরাফত আলী সপু, রকিবুল ইসলাম বকুল, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আমিরুল ইসলাম খান আলীম, তাইফুল ইসলাম টিপু, আমিনুল হক, রফিকুল আলম মজনু, কামরুজ্জামান রতন, আবদুল মোনায়েম মুন্না, আবু বক্কর সিদ্দিক, মাইনুল ইসলাম, ফজলুর রহমান খোকন প্রমুখ।
(ঢাকাটাইমস/৩০জুন/জেবি/ইএস)

মন্তব্য করুন