বিশ্বকাপে ভারতের বিপক্ষে তাসকিনের না খেলা নিয়ে কেনো হঠাৎ বিতর্ক 

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৪, ১৬:০৩
অ- অ+

বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচে তাসকিন আহমেদের না থাকা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। বিতর্কের সূত্রপাত বিসিবির এক কর্মকর্তার বক্তব্য নিয়ে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট 'ক্রিকবাজ'কে তিনি জানিয়েছেন ভারত ম্যাচের দিন দেরিতে ঘুম থেকে উঠায় টিম বাস মিস করেন টাইগার পেসার তাসকিন আহমেদ। যে কারণে পরে তাকে ছাড়াই একাদশ সাজাতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট!

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে চারম্যাচের মধ্যে তিন ম্যাচে জয় নিয়ে ১৭ বছর পর সুপার এইটে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে সুপার এইটে ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচেএকাদশে জায়গা পাননি টাইগার সহ-অধিনায়ক তাসকিন আহমেদ, তার বদলে একাদশে রাখা হয় জাকের আলী অনিককে। তারকা পেসারকে বসিয়ে রেখে বাড়তি ব্যাটার নিয়ে খেলানোয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের তীব্র সমালোচনা হয়।

বিশ্বকাপ শেষে বাংলাদেশ দল ফিরে এসেছে দেশে, ক্রিকেটাররাও রয়েছেন বিশ্রামে। তবে আবারও তাসকিন ইস্যুতে উত্তপ্ত দেশের ক্রিকেটঅঙ্গন। ম্যাচের দিন তাসকিনের দেরি করে ঘুম থেকে ওঠা ও টিম বাস মিস করার বিষয়টি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট 'ক্রিকবাজ'কে নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা। এমনকি এই ঘটনায় তাসকিন সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন বলে জানান ওই কর্মকর্তা। যা নিয়ে উত্তপ্ত দেশের ক্রিকেটঅঙ্গন।

ক্রিকবাজকে বিসিবির ওই শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, 'এটা সত্য যে তিনি (তাসকিন) টিম বাস মিস করে পরে দলে যোগ দিয়েছেন। কিন্তু কেন তিনি খেললেন না তা শুধু কোচই ভালো বলতে পারবেন কারণ তিনি (ভারতের বিপক্ষে) পরিকল্পনায় ছিলেন কি না, তার উত্তর প্রধান কোচ (চন্ডিকা হাথুরুসিংহে) দিতে পারেন।

তিনি বলেন,, 'যদি (কোচ ও খেলোয়াড়ের মধ্যে) কোনো সমস্যা থাকতো তাহলে কিভাবে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেললেন। আরও যোগ করেন, সময়মতো উঠতে না পারার জন্য তিনি (তাসকিন) তার সতীর্থ এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন।

বিসিবির ওই কর্তা আরও বলেন, ‘যদি কোনো ঝামেলা থাকতো (কোচ ও খেলোয়াড়ের), তবে তো আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে সে (তাসকিন) খেলতো না। সে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছে। যে কারও এমন হতেই পারে। এটা ইস্যু বানানোর মতো কিছু নয়।’

এই বিষয়ে বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ায় যোগাযোগ করা যায়নি তাসকিনের সঙ্গে।

(ঢাকাটাইমস/০২ জুলাই/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ – গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা