জয়পুরহাটে মাদকের ঘাঁটিতে বিজিবির হানা, দেশীয় অস্ত্রসহ আটক ৪

​​​​​​​জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৪, ২১:৫৬
অ- অ+

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট মানিক এলাকায় মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৬৭ বোতল ফেনসিডিল, নগদ সাড়ে লাখ টাকা, দেশীয় অস্ত্র সোনার গহনাসহ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পত্নীতলা-১৪ ব্যাটেলিয়নের বিজিবি সদস্যরা।

বুধবার বিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মিন্নুর হোসেনের ছেলে মনির হোসেন (৩৫), তার স্ত্রী শারমিন (২৫) এবং অপর পুত্র মুন্না (৩২) তার স্ত্রী শবনম (২২)

সময় লাখ ৬৫ হাজার ২৫ টাকা, ১৬৭ বোতল ফেনসিডিল, ফেয়ারডিল, কিছু সোনার গহনা ৩টি সামুরাই জব্দ করা হয়েছে ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

পত্নীতলা- ১৪ ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর শাফায়াত হোসেন জানান, বিকালে উপজেলার ছোট মানিক গ্রামের মাদক ব্যবসায়ী মনির হোসেনের বাড়িতে মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা পত্নীতলা-১৪ ব্যাটালিয়নের একটি অভিযানিক দল জয়পুরহাট- ২০ ব্যাটালিয়ন কড়িয়া ক্যাম্পের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

(ঢাকাটাইমস/০৩জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 
নোয়াখালীতে বন্দুকসহ মাদক কারবারি আটক 
যেভাবে আওয়ামী লীগবিরোধী মুখ হয়ে ওঠেন আন্দালিব পার্থ
কলাবাগানে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা