টিভিতে শাকিব খানের ৭ সিনেমা, চারটির নায়িকাই অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৪, ১২:০৩
অ- অ+

টানা সাত দিন টেলিভিশনে শাকিব খানের সাতটি সিনেমা দেখার সুযোগ। এই আয়োজন করেছে দীপ্ত টিভি। বেরসকারি এ চ্যানেল আয়োজনটির নাম দিয়েছে ‘শাকিব সপ্তাহ’। এর অংশ হিসেবে শনিবার (৬ জুলাই) থেকে ১২ জুলাই পর্যন্ত দুপুর ২টায় দেখা যাবে শাকিব অভিনীত সাতটি সিনেমা।

সিনেমাগুলোর মধ্যে চারটিতে শাকিব খানের বিপরীতে আছেন কিং খানের ৭০টিরও বেশি সিনেমার নায়িকা এবং তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। বাকি তিনটির নায়িকা অভিনেতার আরেক প্রাক্তন স্ত্রী শবনম বুবলী, একা ও কলকাতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

এরমধ্যে ৬ জুলাই শনিবার প্রচারিত হবে কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’। এখানে শাকিব খানের নায়িকা শবনম বুবলী। ৭ জুলাই দেখা যাবে জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’। ত্রিভুজ প্রেমের এ সিনেমায় শাকিবের বিপরীতে অপু বিশ্বাস ও রুমানা খান।

৮ জুলাই দেখা যাবে আজাদী হাসনাত ফিরোজ পরিচালিত ‘তুমি আমার মনের মানুষ’। রোমান্টিক এ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন অপু বিশ্বাস। ৯ জুলাই দেখা যাবে শাহীন সুমন পরিচালিত ‘মন যেখানে হৃদয় সেখানে’। এ সিনেমায় শাকিবের নায়িকা অপু বিশ্বাস।

১০ জুলাই প্রচারিত হবে এনায়েত করিমের পরিচালনায় ‘বাহাদুর সন্তান’। এ সিনেমায় শাকিব খানের নায়িকা একা। ১১ জুলাই প্রচার হবে এফ আই মানিকের পরিচালিত ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’। এ সিনেমায় শাকিব খানের নায়িকা অপু বিশ্বাস।

সপ্তাহের শেষ দিন ১২ জুলাই প্রচারিত হবে জাকির হোসেন সীমান্ত ও জয়দীপ মুখার্জীর যৌথ পরিচালনায় ‘শিকারি’। এখানে শাকিব খানের বিপরীতে আছেন ওপার বাংলার শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আরও আছেন সব্যসাচী চক্রবর্তী, অমিত হাসান, খরাজ মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত এবং রাহুল দেব।

(ঢাকাটাইমস/০৪জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
মনোহরদীতে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় সিলিং ফ্যান, নলকূপ ও খাদ্যসামগ্রী বিতরণ
নির্বাচন নিয়ে কোনো তালবাহানা জনগণ মানবে না: টুকু
‘আত্মরক্ষায়’ ভারতের পাশে থাকবে যুক্তরাষ্ট্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা