কোটা বাতিল আন্দোলন

তৃতীয় দিনেও শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৪, ১৪:১৩| আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৫:৫৪
অ- অ+

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালে দেওয়া প্রজ্ঞাপন পুনর্বহাল ও সব ধরনের চাকরিতে কোটা সংস্কারের দাবিতে তৃতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় তারা নানান স্লোগান দিতে থাকেন।

এদিকে শিক্ষার্থীদের অবরোধের কারণে ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ গাড়ি ছেড়ে হেঁটে গন্তব্যের দিকে যাচ্ছেন। তবে অ্যাম্বুলেন্সগুলোকে ছেড়ে দিয়ে তাদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করে দিচ্ছেন শিক্ষার্থীরা।

এদিন সকাল থেকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। প্রতিটি হল থেকে আলাদা ব্যানারে বেলা সাড়ে ১১টা নাগাদ লাইব্রেরির সামনে আসেন শিক্ষার্থীরা। পরে শাহবাগ অবরোধে যান। তবে বিভিন্ন হল থেকে জমায়েতের উদ্দেশ্যে বের হতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। মাস্টারদা সূর্যসেন হলে তালা লাগানোর অভিযোগও করেন তারা।

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

এদিন মিছিল ও অবরোধের সময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’; আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘আঠারোর পরিপত্র পুনর্বহাল করতে হবে’; ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’; ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’; ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’,—ইত্যাদি স্লোগান দেন।

এর আগে গতকাল বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। এরপর শাহবাগ মোড় অবরোধ করেন। একই দাবিতে মঙ্গলবার (২ জুলাই) বিকালেও শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে বিকাল পৌনে ৫টায় অবরোধ তুলে নেন তারা।

(ঢাকাটাইমস/৪জুলাই/এসকে/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা