কারওয়ান বাজারে রেললাইন অবরোধ, সড়ক পথও বন্ধ

রাজধানীর কারওয়ান বাজার রেলপথ অবরোধ কবরেছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। রেল ক্রসিংয়ে কাঠের গুড়ি ফেলে আন্দোলনরতরা বসে থাকায় রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার দুপুর ১২টার দিকে কারওয়ান বাজার রেলগেইটে এমন দৃশ্য দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা রেল ক্রসিংয়ে কাঠের গুড়ি ফেলে বসে আছেন। আন্দোলনরতের বেশিরভাগই ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী।
এদিকে শিক্ষার্থীদের অবস্থানে যানবাহন আটকে পড়েছে সড়কের দুই পাশেই। অগত্যা বাহন থেকে নেমে হেঁটে হেঁটে গন্তব্য যাচ্ছেন যাত্রীরা।
রাজধানীর সব দিকেই রাস্তার অচলাবস্তায় বেশ খানিকটা বাসে, রিকশা আর পায়ে হেঁটে নির্ধারিত গন্তব্যে যেতে হচ্ছে অনেকের। তবে আন্দোলনের সুযোগ নিয়ে রিকশাওয়ালারা ভাড়া বাড়িয়ে দিয়েছেন বলে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।
মগবাজারবাসী রাইহান আলম ঢাকা টাইমসকে বলেন, ‘খুব বিপদ না হলে বের হতাম না। জরুরি একটা কাজে কারওয়ান বাজারে যেতে হচ্ছে। হেঁটেই যেতাম কিন্তু শরীরটা ভালো না। তাই রিকশায় উঠলাম। অবিশ্বাস্য ভাড়া দিয়ে আসতে হলো। দুইবার নেমে দুই রিকশা নিতেই খরচ হয়ে গেছে একশ টাকা।’
এদিকে চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে সকাল-সন্ধ্যা সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ এ কর্মসূচির আওতাভুক্ত থাকবে বলে আগের দিনই জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে বুধবারের এ কর্মসূচি ঘোষণা করেন।
(ঢাকাটাইমস /১০জুলাই/টিএ/এসআইএস)

মন্তব্য করুন