চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফারুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৪, ১৯:৫৩| আপডেট : ১০ জুলাই ২০২৪, ২০:৩৭
অ- অ+

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

অসুস্থতার বিষয়ে ফারুক বলেন, ‘২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবনের সামনে সংসদ সদস্যদের মিছিলে আইনশৃঙ্খলা বাহিনী অত্যাচার অবিচার করে আমার পায়ের লিগামেন্টটা সম্পূর্ণ ছিড়ে ফেলে। তাই ২০১১ সালের পর থেকে প্রতিবছর জুলাই মাসে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাই।’

এসময় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

(ঢাকাটাইমস/১০জুলাই/জেবি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা