পুত্রসন্তানের বাবা হলেন অভিনেতা চাষী আলম

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৪, ১৩:৫৭
অ- অ+

বাবা হয়েছেন ‘হাবু ভাই’ ও কুত্তা মিজান’ চরিত্র করে ব্যাপক পরিচিতি পাওয়া ছোটপর্দার অভিনেতা চাষী আলম। বুধবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী তুলতুল।

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এই সুখবর চাষী আলম নিজেই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত রাতে (বুধবার) একটি হাসপাতালে আমরা স্ত্রীর নরমাল ডেলিভারি হয়েছে। মা ও ছেলে দুজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সব ঠিক থাকলে হাসপাতাল থেকে শিগগিরই বাসায় যেতে পারবো।’

নবজাতকের নাম প্রসঙ্গে চাষী আলম বলেন, ‘ছেলের নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে নূর ফারিস্তা। এই নামের অর্থ ফেরেশতাদের আলো। তবে আকিকা করে নাম চূড়ান্ত করা হবে। অনেকে কন্যাসন্তানের বাবা হয়েছি মনে করছেন। এটা ভুল। আমি পুত্রসন্তানের বাবা হয়েছি।’

গত বছরের ২৫ আগস্ট পারিবারিকভাবে ধুমধাম আয়োজনে তুলতুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চাষী আলম। চার হাত এক হওয়ার ১১ মাসের মাথায় সন্তানের অভিভাবক হলেন এই দম্পতি। এ খবরে চাষী আলমের অনেক সহকর্মী তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১১জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
মনোহরদীতে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় সিলিং ফ্যান, নলকূপ ও খাদ্যসামগ্রী বিতরণ
নির্বাচন নিয়ে কোনো তালবাহানা জনগণ মানবে না: টুকু
‘আত্মরক্ষায়’ ভারতের পাশে থাকবে যুক্তরাষ্ট্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা