মোমবাতি প্রজ্বলন করে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় আন্দোলনকারী শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলন করে বিক্ষোভ মিছিল করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে মিছিল নিয়ে ভোলা রোড প্রদক্ষিণ করেন । এর পর সন্ধ্যা সাড়ে সাতটায় আগামী কর্মসূচি ঘোষণার মাধ্যমে আজকের দিনের কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী আগামী শুক্র-শনিবার কর্মসূচি বন্ধ থাকবে। রবিবার বিকাল তিনটায় আবার কর্মসূচি শুরু হবে।
এর আগে বিকাল সাড়ে তিনটায় পুলিশি বাধা উপেক্ষা করে তালাবদ্ধ গেট পেরিয়ে মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
(ঢাকাটাইমস/১১জুলাই/পিএস)

মন্তব্য করুন