আড়ালে থাকলেও শিগগিরই ‘দেখা মিলবে’ চিত্রনায়িকা পপির

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৪, ১১:৩০| আপডেট : ১২ জুলাই ২০২৪, ১১:৩৪
অ- অ+

প্রায় চার বছর ধরে লোকচক্ষুর অন্তরালে জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তিনি এক শিল্পপতিকে বিয়ে করে সংসার করছেন। একটি পুত্রসন্তানের মা-ও হয়েছেন। কিন্তু আড়াল ভেঙে আসছেন না প্রকাশ্যে। তারপরও খুব শিগগিরই দেখা মিলবে ‘জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ নায়িকার!

ভাবছেন, সেটা কী করে সম্ভব? তাহলে খোলাসা করেই বলা যাক। আগামী ২৩ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা পপি অভিনীত শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাকশন’। এই সিনেমার শুটিং করেই ২০২০ সালের শুরুর দিকে লাপাত্তা হয়ে গিয়েছিলেন পপি। অবশেষে মুক্তি পাচ্ছে সে সিনেমা।

অর্থাৎ, সশরীরের প্রকাশ্যে না এলেও ‘ডাইরেক্ট অ্যাকশন’-এর বদৌলতে খুব শিগগির রুপালি পর্দায় দেখা মিলবে পপির। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক সাদেক সিদ্দিকী। আগে বেশ কয়েকবার মুক্তির ঘোষণা দিয়ে পেছানো হযেছে। তবে এবার সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানিয়েছেন নির্মাতা।

সাদেক সিদ্দিকী বলেন, ‘সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি অনেক আগেই। ভেবেছিলাম পপিকে নিয়েই প্রচার-প্রচারণা করে সিনেমাটি মুক্তি দেব। কিন্তু সেটা আর হচ্ছে না। এখন একাই সব কিছু করতে হবে।’

সিনেমার মুক্তি নিয়ে পপির সঙ্গে যোগাযোগ হয়েছে কি না- এমন প্রশ্নে নির্মাতা বলেন, ‘না হয়নি। সিনেমাটির শুটিং চলাকালীন পপি বলেছিল, যেদিন বিয়ে করবে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবে। আর কখনো সিনেমায় ফিরবে না এবং মিডিয়ার কারও সঙ্গে যোগাযোগও রাখবে না।’

জানা গেছে, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে ‘ডাইরেক্ট অ্যাকশন’। এ সিনেমায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক আমিন খান। আরও আছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, অভি, চিত্রনায়িকা শিরিন শিলা প্রমুখ।

সর্বশেষ ২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল পপি অভিনীত ‘দি ডিরেক্টর’। এরপর বেশ কিছু সিনেমার কাজ হাতে নিলেও ‘ডাইরেক্ট অ্যাকশন’ বাদে বাকিগুলো শেষ না করেই আড়ালে চলে যান পপি। এখনো তার অপেক্ষায় সিনেমাগুলোর নির্মাতারা। কিন্তু পপি আর অভিনয়ে ফিরবেন না বলে খবর।

(ঢাকাটাইমস/১২জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
মনোহরদীতে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় সিলিং ফ্যান, নলকূপ ও খাদ্যসামগ্রী বিতরণ
নির্বাচন নিয়ে কোনো তালবাহানা জনগণ মানবে না: টুকু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা