কোটা আন্দোলন: শাহবাগে পুলিশের ওপর হামলা-এপিসি ভাঙচুরের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৪, ১৪:২৯| আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৫:০৭
অ- অ+

সরকারি সম্পত্তি ক্ষয়-ক্ষতির অভিযোগ এনে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানীর শাহবাগ থানায় হওয়া মামলাটি করেন রাজারবাগ পরিবহন বিভাগের গাড়িচালক খলিলুর রহমান।

শুক্রবার রাতে থানায় মামলাটি হয়। শনিবার দুপুরে ডিএমপির একাধিক সূত্র ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনে পুলিশের বেশকয়েকজন সদস্যকে এলোপাতাড়ি মারপিট ও জখম করা হয়েছে। এছাড়া ঘটনার সময় পুলিশের জলকামান ও এপিসি (আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার) ক্ষতিগ্রস্ত করা হয়েছে। যাতে প্রায় পাঁচলাখ টাকার ক্ষতি হয়ে বলে অভিযোগে বলা হয়েছে।

শাহবাগ থানার পরিদর্শক আরশাদ হোসেন গণমাধ্যমে জানিয়েছেন, কোটা সংস্কারদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে আসামি অজ্ঞাত। সরকারি সম্পত্তি ক্ষয়-ক্ষতির অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলা নম্বর ১৪।

গত ৫ জুন উচ্চ আদালত মুক্তিযোদ্ধা কোটা বাতিলে ২০১৮ সালের জারিকৃত পরিপত্রকে অবৈধ ঘোষণা করে রায় দিলে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। শুরুতে ৪ দফা দাবি জানালেও ৭ জুলাই থেকে এক দফা দাবিতে আন্দোলন করছেন তারা। ৭ ও ৮ জুলাই ৫ ঘণ্টা রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের পর ১০ জুলাই সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকালে পুলিশিবাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করেন। সেখানে পুলিশের জলকামান ও এপিসি সরিয়ে নিজেরা রাস্তা দখল করে বিভিন্ন স্লোগান দেন। পরে রাতে নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়েন।

(ঢাকাটাইমস/১৩জুলাই/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা