কালকিনিতে টাকা নিয়ে চোরচক্রকে ছেড়ে দিলেন ছাত্রলীগ নেতা নৈশ প্রহরী

​​​​​​​মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৪, ১৭:০৪
অ- অ+

মাদারীপুরের কালকিনিতে টাকার বিনিময়ে আটক চোরচক্রের সদস্যদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতা নৈশ প্রহরীদের বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হলে শনিবার সকালে ওই ছাত্রলীগ নেতাসহ সকল অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাহেবরামপুর বাজারের দোকানে চুরি, ডাকাতিসহ সকল ধরনের অপকর্ম থেকে ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করার লক্ষ্যে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশেদ মীর, মিলন, শফিক, শাহিন, স্বাধীন, নাজমুল মোয়াজ্জেমসহ আটজনের একটি নৈশ প্রহরীর টিম গঠন করে দেন ওই বাজারের ব্যবসায়ীরা।

সোমবার ( জুলাই) দিবাগত রাত প্রায় তিনটার দিকে ওই বাজারে চোর চক্রের সদস্যদের আটক করে ছাত্রলীগ সভাপতি রাশেদ মীর মিলনসহ নৈশ প্রহরীরা। পরে তাদের কাছ থেকে ২০ হাজার টাকা রেখে ছেড়ে দেওয়া হয়। ওই রাতেই সাহেবরামপুর এলাকার দুলাল হাওলাদারের একটি ভ্যান চুরি হয়ে যায়। এই ঘটনা জানাজানি হলে ওই ছাত্রলীগ নেতাসহ সকল অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

অভিযুক্ত মিলন বলেন, আমার মোবাইলের নগদ নাম্বারে আটককৃতরা ২০ হাজার টাকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আমরা ওই টাকা ভাগ করে নিয়েছি। তবে আমরা যা করেছি তা রাশেদের নেতৃত্বে করেছি।

ছাত্রলীগের সভাপতি রাশেদ মীর বলেন, আমাদের চা-নাস্তা খেতে আটককৃতরা টাকা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, বাজারে ডাকাতির উদ্দেশ্যে এসেছিল আটককৃতরা। তাদের আটক করে টাকা খেয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা তাদের বিচার চাই।

বাজার কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহিম মুরাদ সরদার বলেন, বিষয়টি রাশেদ স্বীকার করেছে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।

ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এস.আই) রবিউল বলেন, মুরাদ চেয়ারম্যান বিষয়টি আমাকে জানিয়েছে। তবে এই ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৩জুলাই/পিএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা