গাইবান্ধায় গ্যারেজের নাইটগার্ডকে হত্যা করে ইজিবাইক চুরি

​​​​​​​গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৪, ১৭:৩৫| আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৭:৪৮
অ- অ+

গাইবান্ধার পলাশবাড়িতে দুদু মিয়া (৬০) নামে এক নাইটগার্ডকে শ্বাসরোধে হত্যার পর গ্যারেজ থেকে পাঁচটি ইজিবাইক নিয়ে গেছে চোর চক্র।

রবিবার (১৪ জুলাই) দুপুরে পলাশবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

কিছুদিন আগেও ওই গ্যারেজে একটি চুরির ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

এর আগে শনিবার (১৩ জুলাই) গভীর রাতে পলাশবাড়ি পৌর শহরের সুঁই গ্রামের একটি গ্যারেজে এই হত্যাকাণ্ড ও চুরির ঘটনা ঘটে।

নিহত দুদু মিয়া ওই গ্রামের মৃত আমির আলীর ছেলে। তিনি কয়েক বছর থেকে পলাশবাড়ী সুঁই গ্রামের নুরে আলম জিল্লু মিয়ার গ্যারেজে নাইটগার্ড (নৈশ প্রহরী) হিসেবে কর্মরত ছিলেন।

ওসি জানান, গ্যারেজের নৈশ প্রহরীকে হত্যা করে পাঁচটি অটো চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহতের মুখে কাপড় গোঁজানো ছিল, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঠিক কারণ উদঘাটনসহ অপরাধীদের শনাক্তে কাজ করছে পুলিশ।

(ঢাকাটাইমস/১৪জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা