বগুড়ায় নেসকো-পল্লী বিদ্যুতের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভোগান্তিতে গ্রাহক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৪, ২১:১২
অ- অ+

বগুড়ার শেরপুরে পল্লী বিদুৎ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) কোম্পানির মধ্যে চলছে শীতল যুদ্ধ। বিদ্যুৎ সরবরাহ করা নিয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চলছে ঠান্ডা যুদ্ধ। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতেও দেখা গেছে। তাদের দ্বন্দ্বে ভোগান্তিতে পড়েছেন নেসকোর গ্রাহকেরা। লোড শেডিংয়ের কবলে নাকাল শেরপুরবাসী।

পরিসংখ্যান অনুযায়ী রাজশাহী বিভাগে লোড শেডিংয়ের পরিমাণ শতকরা ১২ ভাগ হলেও শেরপুর উপজেলায় সেটি প্রায় ৫৫ ভাগ। তুলনামূলক লোডশেডিং বেশি হওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

খোঁজ নিয়ে জানা যায়, সরঞ্জাম কম থাকায় বরাদ্দের চেয়ে কম বিদ্যুৎ ব্যবহার করতে বাধ্য হচ্ছে বগুড়ার শেরপুর উপজেলায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) কোম্পানিকে। বাধ্য হয়ে পল্লী বিদ্যুতের সহযোগিতা নিয়ে বিদ্যুৎ সরবরাহ চালিয়ে নিতে হচ্ছে। সুযোগটি কাজে লাগিয়ে পল্লী বিদ্যুৎ নেসকোর বরাদ্দের বিদ্যুৎ ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নেসকোর গ্রাহকেরা।

নেসকো বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী,শেরপুর উপজেলায় নেসকোর সঞ্চালন লাইন রয়েছে ১৫ কিলোমিটার। গ্রাহক সংখ্যা ৪৮ হাজার। এসব গ্রাহকের বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট। অথচ বরাদ্দ হয় মাত্র -১০ মেগাওয়াট। এর মধ্যে একটি বড় কারখানাও চলে। আর বিদ্যুৎ সরবরাহে নেসকোর একটি বে-ব্রেকার থাকায় বিতরণ কার্যক্রম নিয়ন্ত্রণ করছে পল্লী বিদ্যুৎ।

অপরদিকে পল্লী বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী,শেরপুর উপজেলায় তাদের গ্রাহক সংখ্যা ৭৬ হাজার। এই গ্রাহকের চাহিদা অনুযায়ী ৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। বরাদ্দ হয় মাত্র ২৫-৩৫ মেগাওয়াট। আর পল্লী বিদ্যুতের আওতায় প্রায় ৫শছোট বড় মিল কারখানা চলে।

এসব তথ্য অনুযায়ী নেসকোর গ্রাহকের চেয়ে বেশি ভোগান্তিতে পড়ার কথা পল্লী বিদ্যুতের গ্রাহকেরা, কিন্তু বাস্তব চিত্র তার উল্টো। ভোগান্তি পোহাচ্ছেন নেসকোর গ্রাহকেরা।

অনুসন্ধানে জানা যায়, ৩৩ কেভি সঞ্চালন লাইনের জন্য নেসকোর মাত্র একটি বে-ব্রেকার থাকায় পল্লী বিদ্যুতের কাছ থেকে মৌখিকভাবে আরেকটি বে-ব্রেকার নিয়ে গ্রাহক সেবা দিয়ে আসছিল। এতে করে কিছুটা স্বস্তিতে চলছিল তাদের বিদ্যুৎ বিতরণ কার্যক্রম। কিন্তু ২০২০ সালে পল্লী বিদ্যুৎ তার বে-ব্রেকারটি ফিরিয়ে নেওয়ায় বিপাকে পড়ে নেসকো।

এরপর ২০২৩ সালের ১৭ জুলাই পল্লী বিদ্যুৎ থেকে নেসকোকে একটি চিঠি দেওয়া হয়।ভ

এতে বলা হয়, যেহেতু নেসকোর বে-ব্রেকার সংকট। তাই বাংলাদেশ পল্লী বিদ্যুৎ (বাপবিবো) পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস-) বগুড়া নিয়ন্ত্রিত মির্জাপুর-শেরপুর থেকে নেসকোকে দুই সেট ফিনিশড ব্রে-ব্রেকার বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বে-ব্রেকার তৈরির নির্মাণ খরচ বহনের জন্য পবিস-, বগুড়া দপ্তরে ইতোমধ্যে চিঠি প্রেরণ করা হয়েছে। নেসকোর ব্যবহারের সম্মতি প্রদান করেন। কিন্তু পূর্বের দুই সেট ৩৩-কেভি বে-ব্রেকার অব্যবহৃত থাকার কারণে পিজিসিবি কর্তৃক বাস সম্প্রসারণ নির্মাণ কাজের ডিজাইন অনুমোদিত না হওয়ায় আরইবি ঠিকাদারি প্রতিষ্ঠান নতুন বে-ব্রেকারের জন্য নির্মাণ কাজ শুরু করতে পারছেন না। এতে নেসকোর একটি বে-ব্রেকার দিয়েই ৩৩ কেভি সঞ্চালন লাইন সরবরাহ করছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা ঘটলে সম্পূর্ণ লাইন বন্ধ করে কাজ করতে হচ্ছে নেসকোকে। এতে করে চরম ভোগান্তিতে পড়ছে নেসকোর গ্রাহকেরা। সামান্য ঝড় বৃষ্টিতেই ভেঙে পড়ে নেসকোর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা।

নাম প্রকাশে অনিচ্ছুক নেসকোর এক কর্মকর্তার কাছে লোডশেডিং বিষয়ে জানতে চাইলে তিনি জানান, শেরপুর, নন্দিগ্রাম ধুনটসহ বগুড়ার তিন উপজেলার জন্য মোট বরাদ্দ আছে প্রায় ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ। এর মধ্যে প্রায় ৪৬ মেগাওয়াট পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ন্ত্রণ করে।

নেসকো বরাদ্দ পায় সর্বোচ্চ ১৮ মেগাওয়াট। বরাদ্দের অধিকাংশ বিদ্যুতের নিয়ন্ত্রণ করে পল্লী বিদ্যুৎ সমিতি। এতে নেসকোর কপালে জোটে গড়ে -১০ মেগাওয়াট বিদ্যুৎ। ফলে বেশি লোডশেডিং হচ্ছে নেসকোর গ্রাহকদের।

শেরপুর জোন পল্লী বিদ্যুতের উপ-মহাপরিচালক প্রকৌশলী রথীন্দ্রনাথ বর্মণ জানান, আমাদের অব্যবহৃত যে দুটি বে-ব্রেকার আছে। সেগুলো আমাদের কাজে লাগবে তাই আমরা চাইলেও নেসকোকে দিতে পারি না। তারা নিজস্বভাবে তৈরি করে নিয়ে চালাতে পারে।নেসকোর শেরপুর বিক্রয় বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল জলিল জানান, আমাদের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা একটি বে-ব্রেকার দিয়ে চলছে। পল্লী বিদ্যুতের দুটি ব্রেকার অব্যবহৃত আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে একটি বে-ব্রেকার পল্লী বিদ্যুৎ থেকে নেওয়ার জন্য তাদের একাধিকবার চিঠি দিয়েছি। কিন্তু তারা কোনো কর্ণপাত করছে না।

(ঢাকাটাইমস/১৪জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা