এনইউজের সভাপতি আব্দুস সালাম, সম্পাদক আহসান সাদিক

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ০৮:৫৩
অ- অ+

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন বা এনইউজের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন আব্দুস সালাম (এটিএন বাংলা ও এটিএন নিউজ)। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আহসান সাদিক শাওন (চ্যানেল টোয়েন্টিফোর)।

সোমবার (১৫ জুলাই) রাতে নির্বাচন কমিটির সদস্য সাংবাদিক বিমল রায় (একুশে টেলিভিশন), ড. রুমন রেজা (চ্যানেল আই) ও সিনিয়র সাংবাদিক খন্দকার শাহ আলম বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এর আগে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইউনিয়ন কার্যালয়ে ভোট প্রয়োগ করেন ইউনিয়নের সদস্যরা। এই নির্বাচনে ১১টি পদে লড়াই করেন মোট ২২ জন প্রার্থী। নির্বাচনে ৪৮ জন ভোটারের মধ্যে ৪৪ জন তাদের ভোট প্রয়োগ করেন।

নির্বাচনে সহসভাপতি পদে ইমামুল হাসান স্বপন (খবরের পাতা), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন জয় (যমুনা টিভি), অর্থ সম্পাদক পদে শওকত এ সৈকত (সময় টিভি) জয়লাভ করেছেন।

এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জিতেছেন আফজাল হোসেন পন্টি (বাংলাভিশন), সাবিত আল হাসান (আজকের পত্রিকা), আনিসুর রহমান জুয়েল (মাছরাঙ্গা), হাসান উল রাকিব (ইন্ডিপেনডেন্ট টেলিভিশন), শরীফ উদ্দিন সবুজ (সমকাল) এবং রফিকুল ইসলাম রফিক (বৈশাখী টিভি)।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৌলভীবাজারে কয়েকশ বিদ্যুৎ গ্রাহকের সীমাহীন ভোগান্তি
সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে: তারেক রহমান 
আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে খেলা হচ্ছে না দু’দলের ৬ তারকার, শঙ্কায় আরেকজন
জামালপুরে স্ত্রীকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টা, স্বামী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা