মাফিয়া শাহরুখের ‘কিং’-এ ভিলেন অভিষেক, আছেন মেয়ে সুহানাও

বহুদিন ধরেই চর্চায় শাহরুখ খান অভিনীত আসন্ন সিনেমা ‘কিং’। যেটি পরিচালনা করবেন সুজয় ঘোষ। এই সিনেমায় থাকবেন শাহরুখের কন্যা সুহানা খানও। আরও খবর, ‘কিং’-এ ভিলেন চরিত্রে থাকছেন অভিষেক বচ্চন। সিনেমাটি পরিচালনা করবেন শাহরুখের ‘পাঠান’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
‘কিং’ আদ্যোপান্ত অ্যাকশনে ঠাসা সিনেমা হতে চলেছে। তবে সেখানে অভিষেক ভিলেন চরিত্রে থাকলেও চরিত্রটি ঠিক কেমন হবে, তা এখনো জানা যায়নি। শুধু এটুকু জানা গেছে, অভিষেকের চরিত্রটা একজন আভিজাত্যপূর্ণ খলনায়কের হবে। অন্যদিকে শাহরুখ মাফিয়ার চরিত্রে। গুরুত্বপূর্ণ সুহানার চরিত্রটিও।
অমিতাভ বচ্চনের একমাত্র ছেলে অভিষেক বচ্চনের বহু গুণ আছে। তিনি এখনো দর্শকদের বিভিন্ন চরিত্রের মাধ্যমে চমক দিতে সক্ষম। ‘কিং’ সিনেমায় দর্শক তাকে প্রথমবার সম্পূর্ণ একটি নেতিবাচক চরিত্রে দেখতে পাবেন। জুনিয়র বচ্চন নাকি চরিত্রটির প্রস্তাব পেয়ে লুফে নিয়েছেন।
এর আগে শাহরুখ খান এবং অভিষেক বচ্চন ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং ‘কাভি আলভিদা না কেহনা’ সিনেমা দুটিতে একসঙ্গে কাজ করেছেন। দুটি সিনেমাই সুপারহিট হয়েছিল। এবার আরও একবার তারা স্ক্রিন শেয়ার করবেন অ্যাকশনে ভুরপুর ‘কিং’ সিনেমায়। অপেক্ষায় দুই তারকার ভক্তরা।
(ঢাকাটাইমস/১৬জুলাই/এজে)

মন্তব্য করুন