বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ১৯:৫৩
অ- অ+

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপরে হামলার প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় মহাসড়ক অবরোধ করা হয়।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিকেল তিনটা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হল শহরে থাকা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। পরে বেলা সাড়ে তিনটায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তারা।

এ সময় শিক্ষার্থীরাআমার ভাই নিহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘ক্যাম্পাসে ক্যাম্পাসে টোকাই দিয়ে হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না’ প্রভৃতি স্লোগান দেন৷

বরিশাল বিশ্ববিদ্যালয় আন্দোলকারী শিক্ষার্থী সাইদুল ইসলাম বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইদের ওপর হামলা এবং হতাহতের বিচার এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আমাদের এই অবরোধ।’

আন্দোলনকারী শিক্ষার্থী সুজন মাহমুদ বলেন, ‘গতকাল সারা রাত ঘুমাতে পারিনি। জাহাঙ্গীরনগর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমার ভাইদের ওপর হামলা করা হয়েছে। আমাদের যৌক্তিক আন্দোলনে হামলা কেন? এই হামলা করে তারা কি আমাদের দাবিয়ে রাখতে চায়? আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। রাজপথে আমরা লড়ে যাব দাবি আদায় না হওয়া পর্যন্ত।’

(ঢাকাটাইমস/১৬জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা