জবিতে ছাত্রীহল বন্ধের ঘোষণায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ১৪:০৫| আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৪:০৮
অ- অ+

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইজিসি) কর্তৃক বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেওয়ার পরপরই জরুরি সিন্ডিকেট সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বন্ধ ঘোষণা করে প্রশাসন। একইসঙ্গে আজ বিকাল ৪টার মধ্যে একমাত্র ছাত্রীহল ত্যাগের ঘোষণা দেন তারা। হল বন্ধের ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার বেলা সাড়ে ১১টায় ছাত্রীহলের প্রোভোস্টের রুমের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা ‘হল কারও বাপের না আমরা হল ছাড়বো না, প্রশাসনের সিদ্ধান্ত মানিনা মানবো না’-ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এবিষয়ে একাধিক শিক্ষার্থীর সাথে কথা বললে তারা জানান, আমাদের একমাত্র ছাত্রীহল প্রশাসন এভাবে হঠাৎ বন্ধ করতে পারে না। ইতোমধ্যে আমাদের হলের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গ্যাস ও পানি বন্ধ করে দিবে বলছে৷ যারা হলে থাকবে তাদের নাকি পুলিশে দেয়া হবে৷ প্রশাসনের কাছে এটা কখনোই কাম্য নয়। আমরা কোনোভাবেই হল ছাড়বো না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা শুনেছি ওরা নামতে চাচ্ছেনা। বিকাল পর্যন্ত সময় আছে, ধৈর্য্য ধরতে হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়েরও একই অবস্থা। প্রশাসনের নির্দেশনা তো সবাইকেই মানতে হয়। সবকিছুর গতিবিধি আমরা লক্ষ্য করছি।

(ঢাকা টাইমস/১৭জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা