কোটা আন্দোলন নিয়ে যা বললেন মুশফিক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ১৫:৪৩
অ- অ+

কোটা সংস্কার আন্দোলন নিয়ে বেশ কয়েক দিন ধরে উত্তপ্ত সারা দেশ। এই আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সে তালিকায় যুক্ত হয়েছে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটার পড়ালেখা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কোটা সংস্কার আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও সহিংসতার শিকার হয়েছেন। এ নিয়ে মুশফিক বুধবার (১৭ জুলাই) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই-বোনদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চাই না।’

ছাত্র-ছাত্রীদের ওপর সহিংসতার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মুখে কালো কাপড় পরে প্রতিবাদ জানিয়েছেন। সংকটের মুহূর্তে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য শিক্ষকদের সাহসিকতাকে শ্রদ্ধা জানিয়ে মুশফিক আরও লিখেছেন, ‘আমার শিক্ষকরা যাঁরা অতুলনীয় সাহস দেখিয়ে তাঁদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তাঁদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেওয়া কঠিন কোনো ছাত্রের জন্য যে তাঁর শিক্ষক হেনস্তা হয়েছেন, যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি।’

ঘটনার সুষ্ঠু সমাধান ও রক্তপাত বন্ধের দাবিতে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আরও লিখেছেন, ‘যেকোনো উপায়েই এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক। সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।’

(ঢাকাটাইমস/১৭জুলাই/কেএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন 
ইতিহাস গড়ে মিয়ামিকে জেতালেন মেসি
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনা-কামালের বিচার শুরুর আদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা