নিহত শিক্ষার্থী আবু সাঈদ স্মরণে বেরোবি গেটের নামকরণ

বেরোবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ১৯:০৫
অ- অ+

চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের গেট চত্বরের নতুন নামকরণ করা হয়েছে।

বুধবার দুপুর আড়াইটায় ক্যাম্পাসে তার গায়েবানা জানাজার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১নং গেটের নাম পরিবর্তন করে নাম রাখেন শহীদ আবু সাঈদ গেট এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ের নাম রাখেন শহীদ আবু সাঈদ চত্বর।

আবু তালেব নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, আমাদের সহপাঠীকে আমরা হারিয়েছি। জানি তাকে আর ফিরে পাবো না, কিন্তু তার নামে গেটের নাম রাখছি যতদিন বিশ্ববিদ্যালয় থাকবে ততদিন আবু সাঈদ গেট নামে চিনবে সবাই।

সোহরাব হোসেন নামে একজন শিক্ষার্থী বলেন, যেই গেটের সামনে আমাদের ভাই রক্ত দিয়েছে সেই গেটকে স্মরণীয় করে রাখতে আমরা সিদ্ধান্ত নিয়েছি।

(ঢাকাটাইমস/১৭জুলাই/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিবের ভাই নাদিম হাসান গ্রেপ্তার
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ
হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন ডা. জোবাইদা রহমান
পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা