কোটা আন্দোলনের পক্ষে সংহতি জানিয়ে হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির বিবৃতি

হাবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ২১:০৪
অ- অ+

চলমান অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির নিন্দা প্রকাশ ও সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে সংহতি প্রকাশ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগঠন হাবিপ্রবি ডিবেটিং সোসাইটি অফ এইচএসটিইউ।

মঙ্গলবার (১৬ জুলাই) হাবিপ্রবি ডিবেটিং সোসাইটি অফ এইচএসটিইউ এর সভাপতি মো. আহনাফ শাহরীয়ার সোহাগ ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রোকন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের ন্যায্য দাবিতে একাত্মতা ঘোষণা করেছে। সেই সঙ্গে চলমান অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্ন হওয়ায় নিন্দা প্রকাশ করেছে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতে যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।

এ বিষয়ে হাবিপ্রবি ডিবেটিং সোসাইটি অফ এইচএসটিইউ এর সভাপতি মো. আহনাফ শাহরীয়ার সোহাগ বলেন, প্রথমত এটি হচ্ছে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন। এই আন্দোলনে শিক্ষার্থীরা যখন যৌক্তিকভাবে দাবি আদায় করছে ঠিক তখনই কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিগুলোকে সমাধান করার দায়িত্ব ছিল কর্তৃপক্ষের। কিন্তু কর্তৃপক্ষ শুধুই ব্যর্থই নয়, এই যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে যার ফলশ্রুতিতে বেশ কয়েকজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এটি আসলে মেনে নেওয়ার মতো না। আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয়ের কিছু বিতার্কিক জায়গাগুলোতেও আহত হয়েছে। আমরা যৌক্তিক চর্চার একটি সংগঠন হিসেবে, অযৌক্তিক আচরণকে কোনোভাবেই সমর্থন করতে পারি না এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা যথাযথ কর্তৃপক্ষকে আহ্বান করছি, যে সকল শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, সেই হত্যার দ্রুত বিচার হোক, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হোক এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক৷। আমরা হাবিপ্রবি ডিবেটিং সোসাইটি কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনের পক্ষে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে।

(ঢাকাটাইমস/১৭জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বনানীতে পথশিশু ধর্ষণ 
তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে এ বছরই: উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা