নরসিংদী কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুড়িগ্রামে গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৪, ২৩:২৪| আপডেট : ২৯ জুলাই ২০২৪, ২৩:৩৮
অ- অ+

কোটা সংস্কার আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগারে হামলার পর পালিয়ে যাওয়া বহুল আলোচিত কান্তা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মামুনকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ।

রবিবার (২৮ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের বামন চর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মামুন মিয়া ওই গ্রামের শাহিনুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন, রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা।

রৌমারী থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলার পর অনেক বন্দী পালিয়ে যায়। ওই দিন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মামুন মিয়াও কারাগার থেকে পালিয়ে রৌমারী আসেন। কারফিউ থাকায় তিনি ভ্যান, ইজিবাইক ও ট্রাকে করে দুইদিন পর তার গ্রামের বাড়িতে পৌঁছান। এরপর থেকে তিনি নিজ বাড়িতে আত্মগোপনে থাকেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাতে রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম, জুয়েল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়নালসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। মামুনকে থানা হেফাজত থেকে আদালতের মাধ্যমে নরসিংদী কারাকর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, মামুন মিয়ার বিরুদ্ধে ২০১৯ সালে নরসিংদীর বলাবত মার্জিয়া আক্তার কান্তা নামের এক নারীকে হত্যার অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। তিনি ওই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। দণ্ডিত হওয়ার পর থেকে তাকে নরসিংদী জেলা কারাগারে রাখা হয়।

মামলা সূত্রে জানা গেছে, মার্জিয়া আক্তার কান্তা ঢাকার সাভারের আশুলিয়ার পার্লার ব্যবসায়ী ছিলেন। ২০১৯সাল কান্তার স্বামী শহিদুল ইসলাম সাগর ও সাগরের ফুফাতো ভাই মামুন মিয়া মিলে কান্তাকে কুয়াকাটা নিয়ে যায়। সেখানে একটি আবাসিক হোটেলে দু’জন মিলে কান্তাকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যান। ওই হত্যাকাণ্ডের মামলার বিচারে আদালত প্রধান আসামি কান্তার স্বামী শহিদুল ইসলাম সাগরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেন। অন্যদিক তার প্রধান সহযোগী মামুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।

ঢাকাটাইমস/২৯জুলাই/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুরানা পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিভল
এক দিন পিছিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া
শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাগর-রুনিকে হত্যা করা হয়েছে: সালাম আজাদ
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা