২ আগস্ট থেকে শুরু ‘ডালাস বাংলা চলচ্চিত্র উৎসব’

উত্তর আমেরিকার টেক্সাসের ডালাস শহরে আগামী ২ আগস্ট শুরু হতে যাচ্ছে সপ্তম ‘ডালাস বাংলা চলচ্চিত্র উৎসব’। চলবে ৪ আগস্ট পর্যন্ত। এই উ’সবের আয়োজক ‘সৃজনের হাট’।
‘বিশ্বের আঙিনায় বাংলা চলচ্চিত্র’—এই বার্তা নিয়ে ২০১৬ সালে ‘সৃজনের হাট’-এর যাত্রা শুরু হয়েছিল। মূল উদ্দেশ্য, বাংলা সংস্কৃতি তথা বাংলা চলচ্চিত্রের বিশ্বায়ন।
তারই ধারাবাহিকতায় এবারের ডালাস বাংলা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সেরা কিছ পূর্ণদৈর্ঘ্য এবং স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
ডালাস শহরের অভিজাত প্রেক্ষাগৃহ এঞ্জেলিকা ফিল্ম সেন্টারে তিন দিনব্যাপী এই উৎসবমুখর আয়োজনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন টলিউড নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। ‘সৃজনের হাট’-এর পক্ষ থেকে তাকে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করা হবে।
চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক আলোচনা ও সিম্পোজিয়াম এবারের আয়োজনের অন্যতম অনুষঙ্গ। বিগত বছরগুলোর মতো এবারও একটি সফল বাংলা চলচ্চিত্র উৎসব উপহার দিতে আয়োজকরা অঙ্গীকারবদ্ধ।
(ঢাকাটাইমস/৩১জুলাই/এজে)

মন্তব্য করুন