উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিজিবির অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১৩:৫২

রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে অবস্থান নিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে পাঁচটি গাড়িতে বিজিবি সদস্যরা সেখানে যান।

এর আগে সকাল ৮টা থেকে বিএনএস সেন্টারের সামনে এবং বিপরীত পাশের সড়কে শতাধিক পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা গেছে। পরিস্থিতি মোকাবিলায় সঙ্গে রাখা হয়েছে আর্মড পার্সোনাল ক্যারিয়ার (এপিসি)।

সারাদেশে আজ বিক্ষোভ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে রবিবার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তরায় সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি।

এর আগে শুক্রবার কোটা সংস্কার আন্দোলনের নয় দফা দাবিতে সড়কে নেমে আসা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওইদিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে গণমছিল করে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ।

এদিন দুপুরে রাজধানীর উত্তরা জমজম টাওয়ার এলাকায় গণমিছিলে নামেন শিক্ষার্থীরা। একপর্যায়ে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উত্তরায় জমজম টাওয়ারের মোড় ও ১১ নম্বর সেক্টর মাইলস্টোনের সামনে সংঘর্ষ চলছে। বিকালের দিকে এই সংঘর্ষ শুরু হয়। এসময় পুলিশ গুলি ও সাউন্ড গ্রেনেড চালিয়েছে।

উত্তরা ১১নং সেক্টর ১নং সড়কের ভুবন লন্ড্রি হাউজের মালিক দুলাল হাওলাদার গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে উত্তরায় পুলিশ ও শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রলীগ নেতাকর্মীদেরও দেখা গেছে। তারাও হাতে লাঠি নিয়ে নেমেছে জমজম টাওয়ার মোড়ে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা নতুন কর্মসূচি সামনে রেখে শুক্রবার রাজধানীসহ সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল জোরদার করা হয়। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক অবস্থায় মোতায়েন থাকবে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, রাজধানীর সচিবালয়, আগারগাঁও, ডিপ্লোম্যাটিক জোন, শাহবাগ জাতীয় জাদুঘর, কাকরাইল মোড়, নাইটিঙ্গেল মোড়, উত্তরা, মতিঝিল শাপলা চত্বর, সায়েন্সল্যাব, নীলক্ষেত, মোহাম্মদপুর-বসিলা এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। এছাড়াও দেশের বিভিন্ন জেলাতে টহল জোরদার করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩জুলাই/এলএম/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ভারত আগের মতোই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে: প্রণয় ভার্মা

ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই: অর্থ উপদেষ্টা

বিসিএসের শূন্যপদে যোগ্য প্রার্থীদের নি‌য়োগ দা‌বি নন-ক্যাডারদের

গণঅভ্যুত্থানে শহীদদের সম্মানে স্মরণসভা ১৪ সেপ্টেম্বর: নাহিদ ইসলাম

পুলিশ সংস্কারে শিগগির কমিটি গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ মুজিবের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল

সীমান্ত হত্যা ভারতের সঙ্গে সম্পর্কের অন্তরায়: পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা এসেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী

জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার হবে: চিফ প্রসিকিউটর

শিল্পকলা একাডেমির নতুন ডিজি সৈয়দ জামিল আহমেদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :