সাকিব কেন ভক্তকে এটা বলবে, ওদের ৯-৬ বোঝানোর দিন শেষ: মোহাম্মদ রফিক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১৫:০৭
অ- অ+

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি হয়েছে অস্থিতিশীল পরিস্থিতি। শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে প্রাণহানির ঘটনায় সরব হয়েছেন বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা, বাদ যাননি দেশের ক্রিকেটাররাও। তবে অনেক ক্রিকেটার আওয়াজ তুললেও নীরব ছিলেন সাকিব আল হাসান। আর তাইতো কয়েকদিন আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির ম্যাচ শেষে এক দর্শকের তোপের মুখে পড়েন সাকিব আল হাসান।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাবেক এই বাংলাদেশ অধিনায়ক নীরব থাকায়, এক দর্শক তাকে প্রশ্নের মুখে ফেলেন। জবাবে ওই ভক্তকে ‘আপনি দেশের জন্য কী করেছেন’ বলে পাল্টা প্রশ্ন করেন সাকিব। যা নিয়ে এবার টাইগার অলরাউন্ডারের কড়া সমালোচনা করেছেন সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে রফিক বলেন, ‘সাকিবের ভালো দিক যেমন আছে, তেমনি খারাপ দিকও আছে। সে দর্শকককে যে কথা বলেছে, তার জবাবটা বিসিবির দেওয়া উচিৎ। কারণ তাকে দেশের প্রতিনিধি বানিয়ে, পতাকা নিয়ে তাকে বাইরে পাঠানো হয়, সে এ ধরনের কথা বলবে কেন? পাবলিক মাঠে গালি দেয়, আবার জিতলে ঠিকই মাথায় তুলে নাচে। পাবলিক এমনই, এখন তারা সবকিছু বুঝে, তাদের নয়-ছয় বোঝানোর দিন শেষ।’

দেশের হয়ে জেতার চেয়ে খেলোয়াড়দের কাছে টাকাই প্রাধান্য পায় বলেও ক্ষোভ প্রকাশ করেন রফিক, ‘আপনি কী জিতছেন? এশিয়া কাপ, আইসিসির কোনো ট্রফি জিতছেন? আগে বাংলাদেশটা কী ফিল করতে হবে, পতাকা ফিল করতে হবে। আমি মনে করি এদের মধ্যে ফিলিংস বলতে কিছু নেই। তারা বোঝে শুধু টাকা আর টাকা।’

সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় উত্তাল দেশ। চলমান আন্দোলনে অন্য অনেকের মতো সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। তবে ব্যতিক্রম কেবল সাকিব। তার নীরবতা নিয়ে ক্ষুব্ধ ভক্ত-সমর্থকরা। সে কারণে সুদূর কানাডায় ভক্তের তোপের মুখে পড়লেন সাকিব। কিছুটা ক্ষোভের সুরেই জানতে চাইলেন, চলমান এই অস্থিরতায় তিনি নীরব কেন। সাকিব সরাসরি উত্তর দেননি। বরং কিছুটা ক্ষুব্ধ কণ্ঠেই তাকে বলতে শোনা গেল, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’

এ সময় সেই দর্শক উত্তর দেন, ‘আমি কথা বলছিলাম। আমি তো আর এমপি না। আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি।’ এ সময় সাকিব অন্য কোনো উত্তর দেননি। বারবারই বলেছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ একপর্যায়ে অবশ্য নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে নেন। অবশ্য তখন ক্ষুব্ধ সাকিব ওই দর্শকের বিপক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব কি না সে কথাও জানতে চান।

(ঢাকাটাইমস/০৩ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা