অলিম্পিকে আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচে সংঘর্ষ: ক্ষোভ ওতামেন্দির, অগ্রহণযোগ্য বলছেন অঁরি
বর্তমানে ফুটবলে আর্জেন্টিনা ও ফ্রান্সের ম্যাচ মানেই বাড়তি এক উত্তেজনা। কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা ঘরে তোলে মেসির আর্জেন্টিনা। এরপরেই ফুটবলে ফ্রান্স-আর্জেন্টিনার লড়াইয়ে এখন অন্য রকম এক মাত্রা যোগ হয়েছে। গতকাল শুক্রবার অলিম্পিকে ছেলেদের ফুটবলের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। এ ম্যাচশেষে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। ফরাসি মিডফিল্ডার এনজো মিলোটের উদযাপনকে কেন্দ্র করে ঘটনার সূচনা। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক নিকোলাস ওতামেন্দি। সংঘর্ষের ঘটনাকে অগ্রহণযোগ্য বলছেন ফরাসিদের কোচ থিয়েরি অঁরি।
ব্রাজিল-আর্জেন্টিনার পর ফুটবল বিশ্বে এবার নতুন করে উত্তাপ ছড়াচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্সের বৈরিতা। ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে দুদলের ম্যাচ বাড়তি উত্তেজনা ছড়িয়ে যাচ্ছে। ওই আসরের ফাইনালে ফরাসিদের হারিয়ে বুনো উল্লাস করেন আলবিসেলেস্তেরা। সে সময় কিলিয়ান এমবাপ্পেকে অসম্মানের অভিযোগ তুলেছিল ফ্রান্স। সবশেষ কোপা আমেরিকা জয়ের পর ফ্রান্সকে উদ্দেশ্য করে এনজো ফার্নান্দেজের বর্ণবাদী গান আরও তাঁতিয়ে দেয় ফরাসিদের। আর প্যারিস অলিম্পিকে তো ছাড়িয়ে গেছে আগের সব মাত্রা।
বোর্দোয় কোয়ার্টার ফাইনাল চলাকালীন আগ্রাসী ছিল দুই দলই। ক্ষণে ক্ষণে বাগ-বিতন্ডায় জড়িয়েছেন ফুটবলাররা। কঠিন পরীক্ষায় পড়তে হয়েছে রেফারিকে। এক লাল কার্ডসহ ৫টি কার্ড দেয়া হয়েছে উভয় দলের ফুটবলারদের।
১-০ গোলের হারে বিদায় নেয় আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার সঙ্গেই উৎসবে মেতে উঠেন ফরাসি ফুটবলাররা। এ সময় ফরাসি ফুটবলার এনজো মিলোট আর্জেন্টিনার ডাগ আউট লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালি ও অঙ্গভঙ্গি করেন। তখন বিবাদে জড়ান আলবিসেলেস্তে ফুটবলারর। যেখানে যোগ দেন দুই দলের কোচরাও। এ সময় হাতাহাতি করেন তারা। রেফারি এসে থামান দুই দলকে। লাল কার্ড দেয়া হয় মিলোটকে।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে আর্জেন্টিনার অলিম্পিক দলের অধিনায়ক ওতামেন্দি বলেন, ‘এটা সত্যি, আমাকে রাগান্বিত করেছে। খেলোয়াড়েরা উদযাপন করতে পারে। যেখানে খুশি সেখানে গিয়ে মজা করতে পারে। কিন্তু পরিবারের সামনে এসে উদযাপন করাটা মোটেই ভালো ব্যাপার নয়। সেখানে একজন ছিল, যার নাম পর্যন্ত আমি জানি না। বালদে বা বাদে (লোইক বাদে) আমি ঠিক জানি না। যদি সে উদযাপন করতে চায়, তার উচিত আমাদের সামনে আসা। আমরা এটার বিহিত করব। কী করা যায়, তা নিয়ে কথা বলব। এটা আমাকে রাগান্বিত করেছে যে তারা শিশু এবং পরিবারের সামনে গিয়ে উদযাপন করেছে।’অনাকাঙ্ক্ষিত এ ঘটনা নিয়ে কথা বলেছেন অলিম্পিক ফরাসিদের কোচের দায়িত্বে থাকা থিয়েরি অঁরি। ম্যাচ শেষে যা ঘটেছে তা অগ্রহণযোগ্য উল্লেখ করে সংবাদমাধ্যমকে ফরাসি এ কিংবদন্তি বলেন, ‘ম্যাচ শেষে যা ঘটেছে, তার সঙ্গে আমি একমত নই। আমার খেলোয়াড় (মিলোট) লাল কার্ড দেখেছে, যেটা আমার কাছে অগ্রহণযোগ্য। এটা ঘটা উচিত হয়নি। ঘটনাটা আমি নিয়ন্ত্রণ করতে পারিনি। (আর্জেন্টিনার) কোচকে শুভেচ্ছা জানিয়ে ঘুরে দাঁড়ানোর পর যা ঘটেছে, সব পেছনে ফেলে এসেছি।’ আগামী সোমবার (৬ আগস্ট) ফাইনালের টিকিট নিশ্চিত করতে মিশরের মুখোমুখি হবে ফ্রান্স।
(ঢাকাটাইমস/০৩ আগস্ট/এনবিডব্লিউ)