শ্রীপুরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, শ্রমিক নিহত

শ্রীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ২১:৩৫
অ- অ+
শ্রীপুরে বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন। শনিবার বেলা দেড়টার দিকে মাওনা চৌরাস্তায থেকে তোলা। ছবি: সংগৃহীত।

গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষের সময় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে লেপ-তোশক প্রস্তুতকারী দোকানের এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার চন্নাপাড়া এলাকায় ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি চন্নাপাড়া গ্রামের মো. কাজল মিয়ার বাড়িতে ভাড়া থেকে লেপতোশক তৈরির কাজ করতেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সন্ধ্যা সোয়া সাতটার দিকে সংবাদকর্মীরা নিহত জাহাঙ্গীরের ভাড়া বাসার দিকে যাওয়ার সময় মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে লাঠিসোঁটা হাতে বিক্ষোভকারীদের অবস্থান করতে দেখা গেছে।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওই এলাকার সমন্বয়ক ইসরাত জাহান দাবি করেন, আজ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘রাস্তায় পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না। আমরা ব্যস্ত আছি।

ঢাকাটাইমস/০৩আগস্ট/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
এরশাদের স্মরণসভায় ঐক্যবদ্ধ জাপার ঘোষণা পাঁচ অংশের শীর্ষ নেতাদের
নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না: মোস্তফা জামান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা